সোশ্যাল মিডিয়া ৩১ অক্টোবর, ২০১৯ ০৩:০১

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে লাগবে লাইসেন্স, কথাটি গুজব : মোস্তাফা জব্বার

প্রযুক্তি ডেস্ক ।।

সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নাম ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে জানা গেছে। বলা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে লাইসেন্স লাগবে উক্ত ব্যবহারকারীর। যা একদমই সত্য নয়। এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মোস্তাফা জব্বার তার ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে স্ট্যাটাস দেয়ার মাধ্যমে মিথ্যা ও গুজব ছড়ানোর বিষয়টি জনসাধারণের সামনে তুলে ধরেন।

আমাদের কাগজ পাঠকদের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :

"কোন কোন মিডিয়া খবর প্রচার করছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে লাইসেন্স লাগবে। এটি সর্বৈব মিথ্যা মিথ্যা। সরকার এ ধরনের কোন সিদ্ধান্ত নেয়নি।"