বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৩০ অক্টোবর, ২০১৯ ০৮:৫২

দেশে তৈরি এআই ক্যামেরার নতুন স্মার্টফোন বাজারে আনল ওয়ালটন

প্রযুক্তি ডেস্ক ।।

গাজীপুরের নিজস্ব কারখানায় তৈরি এআই ক্যামেরার নতুন স্মার্টফোন আনল ওয়ালটন। সম্পূর্ণ গ্লাস নকশার এআই সমৃদ্ধ ডুয়েল ব্যাক ক্যামেরার নতুন স্মার্টফোনটির মডেল ‘প্রিমো আরএক্সসেভেন’। অক্টাকোর প্রসেসরযুক্ত ফোনটির দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।

ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান জানান, ‘প্রিমো আরএক্সসেভেন’ ফোনটিতে সীমিত সময়ের জন্য ক্রেতাদের ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। স্মার্টফোনটিতে রয়েছে ৬. ৩ ইঞ্চি ডিসপ্লে, ২. ০ গিগাহার্টজ প্রসেসর, ৪ গিগাবাইট র‍্যাম, ৩২ গিগাবাইট রম, ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অ্যান্ড্রয়েড ৯. ০ পাই, পেছনে ১৬ ও ৫ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা এবং সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মিডনাইট পার্পল এবং অরোরা গ্রিন রঙে পাওয়া যাবে।

ফোনের পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এআই প্রযুক্তির এফ ২. ০ অ্যাপারচার সমৃদ্ধ ডুয়েল ক্যামেরা। ৫পি লেন্স সমৃদ্ধ ১৬ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দেবে উজ্জ্বল ছবি। আর ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরায় পাওয়া যাবে ডেফথ-অব-ফিল্ড ইফেক্ট। সেলফির জন্য সামনে রয়েছে পিডিএফ প্রযুক্তির এফ ২. ০ অ্যাপারচার সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। ৮. ৩ মিমি স্লিম হ্যান্ডসেটটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি।

দেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা।