ডেস্ক রিপোর্ট ।।
এ বছরের হজযাত্রীদের জন্য ভালো খবর নিয়ে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজযাত্রীদের জন্য চালু হচ্ছে ঢাকা-মদিনা এবং মদিনা-চট্টগ্রাম ফ্লাইট। যথাক্রমে আগামী ২৮ অক্টোবর ও ৩১ অক্টোবর থেকে এই ফ্লাইটগুলো চালু হবে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিমান বাংলাদেশ এই খবর জানায়।
এ বিষয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আরিফুজ্জামান খান বলেন, এ রুট বিমানের ফ্লাইট চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন সৌদি প্রবাসীরা।
জানা গেছে, ঢাকা-মদিনা ফ্লাইটটি প্রতি সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার চলবে এবং চট্টগাম-মদিনা ফ্লাইটটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার চলবে।