সারাদেশ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:২০

চাঁদপুরে আতাউর রহমান ঢালী

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই নির্বাচন প্রয়োজন

জেলা প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই নির্বাচন প্রয়োজন। আর আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৮৮বছর পূর্তি উপলক্ষ্যে পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এমন কোনো অপকর্ম নেই যেটা শেখ হাসিনা ও তার সরকার করেনি। ফ্যাসিস্ট হাসিনা সরকার এ দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। শিক্ষায় জাতি উন্নত হলে অন্য দেশের ওপর আর নির্ভর করতে হবে না।

আতাউর রহমান ঢালী বলেন, বাংলাদেশের রাজনীতিতে একমাত্র হাসিনাই দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। আমরা মনে করি, ভারত আমাদের প্রতিবেশী এবং বন্ধুরাষ্ট্র, তারাও তা মনে করে। তাহলে কেন ফ্যাসিস্টের দোসরা ওই দেশে বসে উসকানিমূলক বক্তব্য দেয়? এ ধরনের উসকানিমূলক বক্তব্য যাতে দিতে না পারে ভারত সরকারকে তা নিশ্চিত করার জন্য আমরা আহ্বান জানাব।

এ সময় সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভিকারুদ্দৌলা চৌধুরী ভুলু, যুগ্ম সচিব রেহান উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর আনিসুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর শামসুল আলম মোল্লা, পুলিশ সুপার আবু ইউসুফ সবুজ, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, সদস্য অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শমীম, ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, উদ্‌যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিনসহ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।