অপরাধ ও দুর্নীতি ১৯ জানুয়ারি, ২০২৫ ০৯:৫৩

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে এলে তাকে আটক করা হয়। পরে প্রক্টরিয়াল বডির মাধ্যমে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক হওয়া ছাত্রলীগ নেতার নাম শরিফুল ইসলাম সোহান। তিনি পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের কার্যকারী সদস্য। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রক্টরিয়াল বডি সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় শরিফুল ইসলাম সোহানের সক্রিয় অংশগ্রহণ ছিল। রোববার সকালে তিনি পরীক্ষা দিতে আসলে শিক্ষার্থীরা তাকে চিহ্নিত করে প্রক্টরিয়াল বডিকে খবর দেন। পরে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে এসে তাকে পুলিশের হাতে তুলে দেয়।

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সদস্য রফিকুল ইসলাম বলেন, আমরা একে একে হামলাকারীদের আইনের হাতে সোপর্দ করছি। কিন্তু অদৃশ্য ক্ষমতাবলে তারা বারবার ছাড়া পেয়ে যাচ্ছে। হামলাকারীদের পরিচয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্পষ্ট, অথচ কিছু শিক্ষক তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। ছাত্রলীগের অপরাধীদের প্রতি সবার জিরো টলারেন্স থাকা উচিত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহান পরীক্ষায় অংশগ্রহণ করতে এসেছিল। গত জুলাই মাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার নাম প্রাথমিক তদন্ত প্রতিবেদনে রয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছি। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।