নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিল মধুমিতা সিনেমা হলের গলির মুখে বাংলাদেশ ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ সোমবার (২০ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে ফায়র সার্ভিস যাওয়ার আগে বাসের আগুন নিভে যায়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান, মধুমিতা সিনেমা হলের গলির মুখে বাংলাদেশ ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যাওয়ার আগেই আগুন নিভে যায়।
আমাদেরকাগজ / এইচকে