অর্থ ও বাণিজ্য ১৩ নভেম্বর, ২০২৩ ০১:২৫

৪ দিনের মাথায় আলুর দাম বাড়ল ১২ টাকা

নিজস্ব রিপোর্ট : আবারও আলু সহ নিত্যকার পণ্যের দাম বেড়েছে। বাজারে ক্রেতাদের নাভিশ্বাস। কেজি প্রতি আলু কিনতে হচ্ছে ১২ টাকা বেশি দরে। যা গত চার দিন আগেও বিক্রি হতো ৩৭ থেকে ৩৮ টাকায়। 

এখন কিনতে হচ্ছে (খুচরা) ৫০ থেকে ৫৫ টাকায়।

মিরপুরের আলু ব্যাবসায়ী আমজাদ মিয়া আজ সোমবার (১৩ নভেম্বর) আমাদের দৈনিক কাগজকে বলেন, এখন কেজি প্রতি আলু ৫০ টাকায় কিনতে পারলেও শীতের আমেজ এর সাথে সাথে তুলনামূলক দাম আরো বাড়বে।

গলির মুদি দোকান ঘুরে দেখা যায়, ব্যাবসায়ীরা আলু বিক্রি করছেন ৫৫ থেকে ৭০ টাকাতে। শুধু আলুই নয়, তার সাথে বেড়ে চলছে বাকি পণ্যগুলোও৷ 

আদা ২৪০ টাকা, পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা। রসুন ১৬০ থেকে ১৮০ টাকা।

মুরগি (বয়লার) ১৭০ টাকা।  গরুর মাংস ৭৫০ টাকা।

নিত্য বাজার নিয়ে অভিযোগের যেন শেষ নেই বাজার মুখি মানুষের।

খুচরা বিক্রেতারা বলছেন, বেশি দামে কিনতে হচ্ছে। আর ব্যাপারীরা মহল বলছেন  আলুর সংকট। 

সাকিন নামের এক চাকরীজীবী জানান, এমন চলতে থাকলে টিকে থাকা কষ্টের হয়ে যাবে।

অভিযোগ করে তিনি বলেন, 'চার দিন' আগে যে আলু  ৩৬ থেকে ৩৮ টাকায় কিনতেন  সপ্তাহ না ঘুরতে এখন ৫০ টাকা থেকে ৫৫ টাকায় কিনতে হচ্ছে। 

দাম নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে আলু আমদানির অনুমতি দেওয়ার পরেও এমন দাম নিয়ে দুশ্চিন্তায় সাধারণ ক্রেতারা।

ভারত থেকে প্রতি কেজি আলু ১৩ থেকে ১৫ রুপি (১৭ থেকে ২০ টাকা) দরে ক্রয় করা হচ্ছে। এর সঙ্গে পরিবহন খরচ ও কেজিপ্রতি শুল্ক রয়েছে সাড়ে তিন টাকার ওপরে। তাতে আমাদের আলু আমদানিতে পড়তা পড়ছে ২৬ থেকে ২৭ টাকার মতো। এতে আমদানি করা আলু ৩০ টাকা দরে বিক্রি করতে পারবো। তবে বলা হয়েছিল কাস্টমসে শুল্ক যদি বাড়ে সেক্ষেত্রে কিছুটা বাড়তে পারে।

আমাদের কাগজ/এমটি