উন্নয়ন সংবাদ ১১ নভেম্বর, ২০২৩ ০১:২১

সমুদ্রের শহরে রেলস্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আমাদের কাগজ ডেস্ক: এতদিন কক্সবাজারে সড়ক ও বিমান পথে পর্যটকদের আসার সুযোগ থাকলেও আজ (শনিবার) (১১ নভেম্বর) থেকে যুক্ত হলো নতুন এক যোগাযোগ ব্যবস্থা। দেশের রেল নেটওয়ার্কে ৪৮তম জেলা হিসেবে অন্তরভুক্ত হয়েছে কক্সবাজার। সমুদ্রের ছোঁয়া এই শহরের রেল স্টেশনের ও চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 আজ (শনিবার) বেলা ১টায় কক্সবাজার-দোলহাজারী রেলপ্রকল্প অনুষ্ঠানস্থল থেকে এটির উদ্বোধন করেন শেখ হাসিনা। শুধু তাই নয়,টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবেন প্রধানমন্ত্রী। পরে পতাকা উড়িয়ে হুইসেল বাজানোর মাধ্যমে যাত্রা শুরু হবে এ রুটে ট্রেনের। 

এরপর প্রধানমন্ত্রী ট্রেনে চড়ে রামু পর্যন্ত ভ্রমণ করবেন। সেখানে সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন,  দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি আমি খুব আনন্দিত। একটা কথা দিয়েছিলাম, কথাটা রাখলাম। আজকের দিনটি বাংলাদেশের জনগণের জন্য একটা গর্বের দিন।  

এই ১০২ কিলোমিটার রেললাইন নির্মাণে ব্যয় হয়েছে ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা। এর অর্থায়ন করেছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকার।  
আমাদেরকাগজ/এমটি