লাইফ স্টাইল ৭ নভেম্বর, ২০২৩ ০৫:০৪

ঢাকায় চায়ের দোকানে মৌমাছির আনাগোনা,কিসের লক্ষণ

আমাদের কাগজ ডেস্ক: ঢাকার রাস্তায় নজর কাড়া রকমারি চায়ের দোকান। মানুষের ভিড় আর শোরগোল কাটিয়ে উঠতে ব্যাস্ত দেখা যেত চা-দোকানিদের। যদিও এটি রোজকার চিত্র তাঁর মাঝে এখন সামাল দিতে হচ্ছে নতুন অতিথিদের। 

ফুটপাতের আর দশটা দোকানের মতোই। তবে একটি ক্ষেত্রে দোকানটি ভিন্ন, যা পথচলতি অনেকেরই নজর কাড়ে। সেটি হলো, সেখানে অনেক মৌমাছির আনাগোনা। ভিন্ন ধরণের এই অতিথির দেখা মিলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের একটি চায়ের দোকানে। 

ওই পথ ধরে যাওয়ার সময় এমনটি চোখে পড়ে। দেখা যায়, চিনি রাখা পাত্রে বসে আছে অনেক মৌমাছি। দুধের কৌটা-চায়ের কাপসহ অন্যান্য জায়গায়ও বসছে বেশ কিছু। কিছু মৌমাছি ওড়াউড়ি করছে। 

দোকানির নাম জাকারিয়া নিশান। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরের হাজিরপাড়া ইউনিয়নে। ঢাকার কাপ্তানবাজারে থাকেন তিনি। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ফুটপাতে বছর তিনেক ধরে দোকান করছেন।

তার সাথে কথা বললে তিনি জানান, বিরক্ত নয় বরং বেশ উপভোগ করেন বলে জানান তিনি। এই মৌমাছি তো কাউকে কামড় দেয় না, তবে আঘাত করলে দেয়।

তিনি জানান,‘অসুবিধা নাই ওরা (মৌমাছি) খাইয়্যা বাঁচুক।’ এ ঘনটায় বেশ উদার মনে ভালোবাসার বহি:প্রকাশ ফুটে ওঠে। 

স্টামর্ফোড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ক অধ্যাপক বলেন, দেশে বেশ কিছু প্রজাতির মৌমাছি আছে। কিছু প্রজাতির মৌমাছি ছোট ছোট দল বেঁধে থাকে। মধু দেয় না, নিজেরা যা জোগাড় করে, তা নিজেরাই খায়।

এত কিছুর মধ্যে একটি প্রশ্ন রয়েই যাচ্ছে। সেটি হলো, মানুষে ঠাসা শহরে ঠিক কতটা নিরাপদ এই অতিথি মৌমাছিরা। 

আমাদেরকাগজ/এমটি