শিক্ষা ১৮ অক্টোবর, ২০২৩ ০৪:৩৭

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে শেখ রাসেলের জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক : বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন যথাযত মর্যাদায় পালন করেন। আজ বৃহস্পতিবার, ১৮ অক্টোবর  সকাল ১১.০০টায় দিবসটি উপলক্ষে শেখ রাসেল দেয়ালিকায় পুষ্পদান, বৃক্ষরোপণ,চিত্রাঙ্গন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য,বি,এম,এ মহাসচিব সাবেক সংসদ ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রফেসর সাবিকুন নাহার,অধ্যক্ষ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ শায়লা নাসরিন,উপধ্যক্ষ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। এছাড়াও অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রফেসর আয়শা আক্তার ,সম্পাদক শিক্ষক পরিষদ, আহবায়ক হিসেবে ছিলেন প্রফেসর ডঃ সুলতানা নাজনীন, প্রধান অতিথি ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সাবিকুন নাহার শেখ রাসেলের ছোট জীবনী সমন্ধে বিস্তারিত আলোচনা করেন, সহকারী অধ্যাপক খুজিস্তা আক্তারা বানু অনুষ্ঠানটি পরিচালনা করেন।

আমাদেরকাগজ /  এইচকে