নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনের অষ্টম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিটের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে রাত ৯টার দিকে সেনা কল্যাণ ভবনের অষ্টম তলায় আগুন লাগে। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আমাদেরকাগজ/এইচএম