রাজনীতি ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:২২

আদম তমিজী হককে আ.লীগ থেকে স্থায়ী বহিষ্কারের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে দলীয় শৃঙ্খলা বিরোধী কথাবার্তা ও বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলার কারণে আওয়ামী লীগের সদস্য আদম তমিজী হককে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কারের জন্য আওয়ামী লীগের সভাপতির চিঠি দিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। 

রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাদারণ সম্পাদক এসএম মান্নান কচির স্বাক্ষরিত এক চিঠিতে তারা এই প্রস্তাব করেন।  

চিঠি মতে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানাবেন। অতিসাম্প্রতি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য আদম তমিজি হক তার বাংলাদেশের পাসপোর্ট পোড়ানো, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে অশ্লীল গালাগাল করে। লাইভে সম্প্রচারের ভিডিও দেখে আমরা বিস্মিত ও মর্মাহত হয়েছি। গতকাল রোববার মহানগর উত্তর আওয়ামী লীগের এক জরুরী সভায় অনুষ্ঠিত হয়।  আদম তমিজি হককে রাষ্ট্রদ্রোহী কর্মকান্ড ও দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগের সংশ্লিষ্ট প্রমানাদি (ভিডিও চিত্র) প্রাপ্তি সাপেক্ষে ঢাকা মহানগরউত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যহতি প্রদান করা হয়। 

চিঠিতে আরো লেখা রয়েছে, সভানেত্রী আমরা তাকে মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদ ও প্রাথমিক সদস্যপদ সহ সকল পদ থেকে স্থায়ী বহিস্কারের জন্য সুপারিশ করছি।

আমাদেরকাগজ/এইচএম