আমাদের কাগজ ডেস্ক: এবার এক দফা দাবিতে দীর্ঘস্থায়ী কর্মসূচিতে নামবে বিএনপি। জানা যায়, এক টানা ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে এই দলটি। এসময় সরকার পতনের এক দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচি পরিচালনা করবে বিএনপি।
রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া বিএনপির এ কর্মসূচি চলবে ৩ অক্টোবর নাগাদ। মাঝে ২০ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর ও ২৮ সেপ্টেম্বর কোনো কর্মসূচি দেয়নি দলটি।
সমাবেশ, রোড মার্চ, দোয়া, পেশাজীবী সম্মেলনের মতো কর্মসূচিগুলো পালন করা হবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।
উল্লেখিত অঞ্চল গুলো হলো: ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিভাগে রোডমার্চ, সমাবেশসহ ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।