আন্তর্জাতিক ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২৯

পাকিস্তানে

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

আমাদের কাগজ ডেস্ক : পাকিস্তানে আবারও পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে। সংকট কাটিয়ে ওঠার আগে দেশটিতে আরো একবার বাজল জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে জ্বালানির অব্যাহত দাম বৃৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার দেশটির তত্ত্বাবধায়ক সরকার জানিয়েছে। 

এর আগে পাকিস্তানের অর্থমন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা যায়, গত দুই সপ্তাহের মাঝে দুবার জ্বালানির মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানে পেট্রোলের দাম লিটারে ২৬ দশমিক ০২ রুপি এবং হাই স্পিড ডিজেলের দাম ১৭ দশমিক ৩৪ রুপি বৃদ্ধি করা হয়েছে। এর ফলে এখন থেকে দেশটিতে প্রত্যেক লিটার পেট্রোল ৩৩৩ দশমিক ৩৮ পাকিস্তানি রুপি এবং প্রত্যেক লিটার ডিজেল ৩২৯ দশমিক ১৮ রুপিতে বিক্রি হবে। এর আগে, চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানে প্রত্যেক লিটার পেট্রোলের দাম প্রথমবারের মতো ৩০০ রুপি ছাড়িয়ে যায়।


পাকিস্তানের জাতীয় নির্বাচনের আগে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি অর্থনৈতিক অবস্থার অবনতি গত কয়েক সপ্তাহে দেশটিতে বিক্ষিপ্ত বিক্ষোভের সূত্রপাত করেছে।

চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বলেছিলেন, দ্বিতীয়  কোনও বিকল্প না থাকায় নাগরিকদেরই বাড়তি বিল পরিশোধ করতে হবে।

আমাদেরকাগজ/এমটি