??????? ? ???? ????????? ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩৩

অ্যাপল ইউএসবি-সি চার্জারসহ আইফোন উন্মোচন করেছে 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : অ্যাপল (মঙ্গলবার) তার নতুন আইফোন লাইনআপ উন্মোচন করেছে, ইউরোপীয় ইউনিয়নের সাথে ঝগড়ার পরে তার লাইটনিং চার্জার পোর্টগুলি নতুন মডেলগুলিতে একটি সর্বজনীন চার্জার দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।

এর আগে নানা প্রতীক্ষাকে পেছনে ফেলে প্রযুক্তি পরাশক্তি অ্যাপল আইফোন-১৫ ও আইফোন-১৫ প্রো উন্মোচন করেছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ। জানা যায়, (মঙ্গলবার) রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অ্যাপলের সদর দপ্তরে আইফোন-১৫ সিরিজের পাশাপাশি, অ্যাপল ওয়াচ সিরিজ-৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা-২ উন্মোচিত হয়।

অ্যাপল জানায়, আইফোনের নতুন মডেলগুলোতে টাইপ সি চার্জার ব্যবহার করা যাবে। নতুন আইফোনে রয়েছে টাইটানিয়াম কেস এবং দ্রুতগতির চিপ, যা আরও ভালো গ্রাফিক্স ও মোবাইল গেমিংয়ে সহায়তা করবে।

দ্য টেলিগ্রাফের খবরে জানা গেছে, আইফোন-১৫ ও ১৫ প্লাস ফোন দুটির প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। ফোন দুটি পিঙ্ক, ইয়েলো, গ্রিন, ব্লু এবং ব্ল্যাক কালারে বাজারে পাওয়া যাবে। প্রো এবং অন্যান্য আইফোন ১৫ মডেলে থাকবে আরও উজ্জ্বল ডিসপ্লে। ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি ব্যাটারিতে থাকছে শতভাগ পুনর্ব্যবহারযোগ্য কোবাল্ট।

আইফোন-১৫ সিরিজের ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯৯ ডলার। আইফোন-১৫ প্লাসের ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৯৯ ডলার। 

আগামী (শুক্রবার) থেকে নতুন ফোনগুলোর অর্ডার নেওয়া শুরু হবে। ২২ সেপ্টেম্বর থেকে বিশ্বের অন্তত ৪০টি দেশ ও অঞ্চলের ব্যবহারকারীরা এই ফোন হাতে পাবেন।

আমাদেরকাগজ/এমটি