রাজনীতি ৩ জুন, ২০২৩ ১২:৩৯

ভারতে ট্রেন দুর্ঘটনায় জাপা চেয়ারম্যানের শোক

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ভারতের ট্রেন দুর্ঘটনায় নিহত ২৮৮,আহত হয়েছেন ৯০০ জনের বেশি। ট্রেনের ভেতরে এখনও অনেকে আটকা পড়ে আছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ওড়িশায় এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।  

আজ শনিবার এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জি এম কাদের বলেন, কলকাতা থেকে চেন্নাই এ পথটি বাংলাদেশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসা, শিক্ষা ও ব্যবসাসহ বিভিন্ন কারণে এ রুটে বাংলাদেশিদের যাতায়াত বেশি।

ভারত সরকার নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেবে। পাশাপাশি আহতদের সুচিকিৎসায় প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শোকার্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

আমাদেরকাগজ/এমটি