অর্থ ও বাণিজ্য ২৯ মে, ২০২৩ ০৭:২৯

নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার বিদ্যুতের দাম বাড়াতে চায় না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াতে না চাইলেও এ খাতে অতিরিক্ত কর কমানোর জন্য এনবিআরকে প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেটে এর প্রতিফলন পাওয়া যাবে বলে আশা করছে মন্ত্রণালয়। বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে দেশবাসীকে আরও কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানান জ্বালানি প্রতিমন্ত্রী।

কয়লা, গ্যাস ও তেলের দাম সম্পর্কে নসরুল হামিদ বলেন, গত বছর যে কয়লা ৬০ ডলারে পাওয়া যেত তা বেড়ে ৪০০ ডলারে উন্নীত হয়েছে। একইভাবে এক ধাক্কায় গ্যাসের দাম বেড়েছে ৬০ ডলার। তেলের দাম বেড়েছে। এরপরও ভর্তুকি দেওয়া হয়েছে। বর্তমানে বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে দাম সমন্বয় করতে হচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানি প্রসঙ্গে নসরুল হামিদ বলেন, অনেকে বলেন, সোলার থেকে ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব। যারা এ কথা বলেন তাদের অবগতির জন্য, ২০০০ মেগাওয়াট বিদ্যুতের জন্য ৬০০০ একর জমির প্রয়োজন। এক্ষেত্রে কৃষি জমি হওয়া উচিত নয়। অনাবাদি জমির প্রয়োজন হবে। সরকার সোলার নিয়ে কাজ করছে। ধীরে ধীরে সবকিছু ঘটবে।


আমাদেরকাগজ/এইচএম