রাজনীতি ২৭ মে, ২০২৩ ১২:০৫

খুলনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দুই ওয়ার্ড কাউন্সিলর 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: বিনা প্রতিদ্বন্দ্বিতায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে নির্বাচিত হয়েছেন দুটি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন এ বিষয় নিশ্চিত করেছেন। রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন শুক্রবার সন্ধ্যার পর তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, খুলনার খালিশপুর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে একমাত্র প্রার্থী ছিলেন এসএম খুরশিদ আহম্মেদ। তিনি মহানগর আওয়ামী লীগের নেতা। ২০১৩ ও ২০১৮ সালের সিটি নির্বাচনে তিনি বিজয়ী হন। এই ওয়ার্ডে তিনিই একমাত্র মনোনয়নপত্র জমা দেন।

অন্যদিকে সদরের ২৪ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দুজন। বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা মো. শমসের আলীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। আপিল করেও তা টেকেনি। এর ফলে ওই ওয়ার্ডে জেড এ মাহমুদ ছাড়া আর কোনো প্রার্থী ছিলেন না।

নির্বাচিত দুজন হলেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এসএম খুরশিদ আহম্মেদ টোনা ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জেড এ মাহমুদ। দুজনই বর্তমান কাউন্সিলর।

জেড এ মাহমুদ ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। মহানগর আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছিলেন। আর ২৭ নম্বর ওয়ার্ডটি ছেড়ে দিয়েছিলেন আওয়ামী লীগের আরেক নেতার জন্য।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, এ দুটি ওয়ার্ডে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় শুক্রবার দুজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

আমাদের কাগজ/এমটি