সারাদেশ ২৪ মে, ২০২৩ ০৯:৩৬

নারায়ণগঞ্জে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন জাহাঙ্গীর, তার স্ত্রী ফাতেমা এবং মো. জয়নাল আবেদীন ওরফে জুনু। তারা সবাই সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিলপাড়া এলাকার বাসিন্দা।

বুধবার (২৪ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তাহুরা এ রায় দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১১ সালের ১৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার স্থানীয় মসজিদে নামাজ শেষে ফেরার পথে সানোয়ার হোসেনের মুখ বেঁধে আসামিরা তুলে নিয়ে যান। একটি ঘরে তাকে আটকে রেখে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সানোয়ারের বাবা মো. নূরুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন।


আমাদেরকাগজ/এইচএম