সারাদেশ ২৩ মে, ২০২৩ ০৩:২৩

টয়লেট নিয়ে ভাই ভাইয়ের দ্বন্দ্ব, টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় টয়লেট নির্মাণ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে মারামারি এতে টেঁটাবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বানিয়াচং থানার ওসি অজয় দেব এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে,  সোমবার (২২ মে) সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়।

নিহত ব্যক্তি বানিয়াচং উপজেলার টুপিয়াজুরী গ্রামের নূর ইসলামের ছেলে মঈনুল হোসেন (২২)। এর আগে, একই দিন সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, রাস্তার ওপরে টয়লেট নির্মাণকে কেন্দ্র করে মঈনুলের সঙ্গে তার আপন ভাই তাজুল হোসেনের বিরোধ ছিল। সোমবার সন্ধ্যায় ফুটবল খেলা নিয়ে ফের তাদের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। পরে উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হলে মঈনুলের বুকে টেঁটা (দেশীয় অস্ত্র) বিদ্ধ হয়। এ সময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার (আজ) ভোরে সেখানে মারা যান তিনি।

বানিয়াচং থানার ওসি অজয় দেব জানান, দু’পক্ষের সংঘর্ষে একজন মঙ্গলবার সকালে মারা গেছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমাদের কাগজ/এমটি