???? ? ???? ২২ মে, ২০২৩ ০৫:২৫

কঠিন বিপদ আসলে যে দোয়া পড়বেন

ধর্ম ডেস্ক: প্রতিটি মানুষের জীবনেই সুখ-দুঃখ, বিপদ-মুসিবত আসে। কারণ মাঝে মাঝে আল্লাহ তায়ালা মানুষকে পরীক্ষা করতেও বিপদ দিয়ে থাকেন। এজন্য বিপদকে ঘৃণা বা খারাপ দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। অনেক সময় বিপদের কারণেই মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। আবার যখন মানুষ চরম অন্যায়ের দিকে ধাবিত হয় তখনই মানুষের ওপর বিপদ-মুসিবত পতিত হয়। তিনি চাইলে মুহূর্তেই বিপদ থেকে মুক্তি দিতে পারেন।

তবে বিপদে পড়লে মহানবী হযরত মুহাম্মদ (সা) আমাদের জন্য ছোট্ট এই দোয়াটি পড়তে বলেছেন।

আরবি দোয়া : «إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرَاً مِنْهَا».

বাংলা উচ্চারণ : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনী ফী মুসীবাতী ওয়াখলুফ লী খাইরাম মিনহা।

বাংলা অর্থ : আমরা তো আল্লাহ্‌রই। আর নিশ্চয় আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ! আমাকে আমার বিপদে সওয়াব দিন এবং আমার জন্য তার চেয়েও উত্তম কিছু স্থলাভিষিক্ত করে দিন।” (মুসলিম ২/৬৩২, নং ৯১৮)

রাসুলুল্লাহ (সা.) যখনই কোনো কঠিন বিপদের সম্মুখীন হতেন তখনই তিনি আল্লাহর কাছে একান্তভাবে দোয়া প্রার্থনা করতেন। এ সময় রাসুলুল্লাহ (সা.) বলতেন-

আরবি দোয়া : - أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ

বাংলা উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াত্বিনি ওয়া আঁই ইয়াহদুরুন। (আবু দাউদ)

বাংলা অর্থ : আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যের মাধ্যমে তার ক্রোধ ও আজাব থেকে, তার বান্দার শত্রুতা থেকে এবং শয়তানের প্ররোচনা থেকে সুরক্ষার জন্য আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছি যেন তারা আমার কাছেই না আসতে পারে।

তাই প্রত্যেক মুমিন মুসলমানের উচিত সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কারণ, কখন কী বিপদ আসবে তা আগে থেকে বলা সম্ভব নয়। তাই মহান স্রষ্টার স্মরণে নিজেকে নিয়োজিত রাখা মুমিনের কর্তব্য।

আমাদেরকাগজ/এইচএম