রাজনীতি ২১ মে, ২০২৩ ১২:৫৪

নির্বাচনী ইশতেহারে যে ঘোষণা দিলেন আজমত উল্লা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: একাধিক দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আজ রোববার সকাল ১১টায় গাজীপুর শহরের প্রকৌশলী ভবনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি।

ইশতেহারে অ্যাডভোকেট আজমত উল্লা খান জানান, নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের দু’মাসের মধ্যে সরকার প্রবর্তিত নিয়মের মধ্যে একটি অর্গানোগ্রাম এবং সার্ভিস রোল প্রণয়ন করা হবে। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বর্জ্যকে জ্বালানি শক্তি হিসেবে রূপান্তরের প্রক্রিয়া প্রতিষ্ঠা করা এবং নদী ও পরিবেশ রক্ষা করা হবে। নিয়মিত তিনি বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিদের অংশগ্রহণে জনতার মুখোমুখি অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের মতামত গ্রহণ করা হবে। 

গাজীপুর নগরের অন্যতম একটি সমস্যা রেল ক্রসিং। সেখানে তিনি একটি ফ্লাইওভার নির্মাণ করা, সংযোগের ক্ষেত্রে একটি সড়ক নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা হবে। সেখান থেকে যাচাই-বাছাই করে নগরের উন্নয়নে যে কোনো সিদ্ধান্ত তিনি গ্রহণ করবেন। 

তিনি জানান, এই প্রক্রিয়াটি নগর উন্নয়নের নিয়ম হিসেবে তিনি চালিয়ে যাবেন।

তিনি আরও জানান, কর্মজীবী শ্রমিকদের শিশু সন্তানদের পরিচর্যার জন্য সেন্টার প্রতিষ্ঠা করবেন। পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে পরামর্শ কমিটি বা নগর উন্নয়ন সমিতি সমন্বয় কমিটি গঠন করা। সেবার মান বৃদ্ধি করা। হোল্ডিং কর অধিকরণকৃত ভূমির জন্য ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা।

আমাদের কাগজ/এমটি