সারাদেশ ১৭ মে, ২০২৩ ১২:৩৫

ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন আলামিন হোসেন (৩২) নামে এক যুবক। গতকাল বিকেলে উপজেলার গদখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আলামিনের ব্যবসায়িক অংশীদার বেনাপোল পোর্টের জয়ের সাথে আলামিনের ব্যবসায়িক লেনদেন ছিল। জয় আলামিনের কাছে ৩ লাখ ৭০ হাজার টাকা পাবেন, তবে আলামিনের নামে ১১ লাখ টাকার ‘মিথ্যা’ মামলা দিয়েছেন। তাছাড়া তাকে প্রতিনিয়ত পুলিশ দিয়ে গ্রেপ্তার ও মারপিটের হুমকি দিচ্ছেন। এ কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নেন আলামিন। 

মঙ্গলবার বিকেলে গদখালী গ্রামের একটি পাটক্ষেতে ফেসবুক লাইভে এসে বিষপান করেন আলামিন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের চেষ্টায় জীবন বাঁচে তার। 

কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী মেডিকেল অফিসার শুভ জিৎ রায় জানান, এক যুবক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে ওয়াশ করে ভর্তি করা হয়েছে। 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, আলামিন নামে এক যুবক ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ‘অভিনয়’ করেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। আটক করে আত্মহত্যা চেষ্টা করার দায়ে মামলা দেওয়া হবে।

আমাদেরকাগজ / এইচকে