জাতীয় ১৬ মে, ২০২৩ ১১:১৮

সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়ে যা বললেন সিইসি

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবীর কাদের সিদ্দিকীকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল বলেছেন, আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি নির্বাচন কমিশন তার দায়িত্ব শক্তভাবে পালন করবে, আমরা আশ্বাস দিয়েছি আমাদের দায়িত্ব যতকুটু সম্ভব সাধ্য অনুযায়ী পালন করার চেষ্টা করবো।

মঙ্গলবার (১৬ মে) বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগ সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করার পরে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আমরা আবার এটাও বলেছি, যে হ্যাঁ, নির্বাচন কমিশনের ওপর নির্বাচন আয়োজনের একটা বড় দায়িত্ব আছে। একই সঙ্গে আপনারাও যারা দল আছেন, নেতারা আছেন, কর্মীরা আছেন; তাদেরও দায়িত্ব আছে সার্বিকভাবে নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেয়া। খুব প্রতিকূল পরিবেশ যদি বিরাজ করে তাহলে আমাদের জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়তে পারে।

তিনি বলেন, সরকারের সদিচ্ছা ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না একথা আমরা বলিনি। সরকারের সদিচ্ছা এবং সহযোগিতা না থাকে এবং তার যে অঙ্গ সংগঠনগুলো –পুলিশ, প্রশাসন সহায়তা না করে তাহলে যে সক্ষমতা আছে তা সীমিত হয়ে পড়বে। বিশেষ করে পুলিশ, আর্মি, বিডিআর, ওরা যদি আমাদের নিরপক্ষেভাবে সহায়তা করে, কোনো রকম যদি অন্য কোনো পক্ষ থেকে যদি প্রভাবিত না হয় তাহলে আমার শক্তিটা অনেক বেড়ে যাবে। সেখানে আমরা সক্ষমতা বৃদ্ধি পাবে।

সিইসি বলেন, আমরা যে নির্বাচনগুলো করেছি, এতে মোটামুটি তুলনামূলক ভাবে সুশৃঙ্খলাভাবে হয়েছে। আমি বলবো না যে অ্যাবস্যুলিটলি হয়েছে। সেক্ষেত্রে কিন্ত আমরা সরকার, পুলিশ এবং প্রশাসনের আন্তরিক সহযোগিতা পেয়েছি। আমাদের এটা আন্ডারস্ট্যান্ডিং কখনো অসহেযাগিতা পাইনি। আশাকরি জাতীয় নির্বাচনেও তারা এই ভূমিকার পালন করে যাবেন। যাতে জনগণের আস্থা, আপনাদের ওপর সম্মানবোধ, আপনাদের ওপর, আমাদের ওপর, সরকারের ওপরও প্রতিষ্ঠা পায়।


আমাদেরকাগজ/এইচএম