উন্নয়ন সংবাদ ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:১৩

এক কিলো বেড়ে কমলাপুর পর্যন্ত যাচ্ছে মেট্রোরেল

ডেস্করিপোর্ট।।

উত্তরা থেকে মতিঝিলই নয়; আরো এক কিলোমিটার পথ বাড়িয়ে কমলাপুর পর্যন্ত যাবে স্বপ্নের মেট্রোরেল। পাশাপাশি উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত আরেকটি পাতাল রেল প্রকল্প হাতে নেয়া হচ্ছে, যা যুক্ত হবে মেট্রোরেলের সঙ্গে- এমনই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ বলছে, চলমান উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের অগ্রগতি হয়েছে ৪৬ শতাংশ। সামনের মাসেই শুরু হচ্ছে এর বৈদ্যুতিক কাজ, নভেম্বরে বসবে রেল লাইন।

প্রকল্পের ডিপো এলাকার ভূমি উন্নয়নের কাজ শতভাগ শেষ হয় গত বছর। এরপর পূর্ত কাজ সম্পন্ন হয়েছে ৫২ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক তিন সাত কিলোমিটার ভায়াডাক্ট এ স্টেশন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে ৫৫ শতাংশ। এতেই দৃশ্যমান হয়েছে স্বপ্নের এ প্রকল্প। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজ হয়েছে ১৬ দশমিক পাঁচ শূন্য শতাংশ। তবে রেললাইন, কোচ ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহের কাজ শেষ হয়েছে মাত্র ১৫ দশমিক দশ ভাগ।

বিশেষ পরিকল্পনা মাফিক কাজ করায় অগ্রগতি সন্তোষজনক বলে মনে করে কর্তৃপক্ষ।

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, আশা করি প্রকল্প মেয়াদের এক বছর ছয় মাস আগে আমরা কাজ শেষ করতে পারব।

ইতোমধ্যে চীন থেকে রেললাইন এসে পৌঁছেছে। এসেছে লাইন বসানোর মেশিনও। নভেম্বরেই শুরু হবে রেললাইন বসানোর কাজও। যা ২০২০ এর জুনের মধ্যেই শেষ হবে বলে আশা তাদের।

২০২১ সালের ১৬ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধনের ঘোষণা দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।