জাতীয় ৯ মে, ২০২৩ ০২:২১

'আমি আত্মবিশ্বাসী কিন্তু আত্মতুষ্ট নই': ওবায়দুল কাদের 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: প্রতিদিনই নিজের বিভিন্ন কাজের ছবি ফেসবুকে দিয়ে থাকেন। আজ তিনি ফেরিভাইড ফেসবুকে পেজ এ বলেন, 'আমি আত্মবিশ্বাসী কিন্তু আত্মতুষ্ট নই'। এ দিনে অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী পরিষদের প্রভাবশালী এ সদস্য ৯ টি ছবি দিয়ে এ সব কথা উল্লেখ্য করেন। 

এ দিনে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি দেখতে পাওয়া যায় তার। সাদা পাঞ্জাবি, এর ওপরে কালো কটি এবং সাদা পায়জামা পরা। শিরোনাম দেন ‘আমি আত্মবিশ্বাসী কিন্তু আত্মতুষ্ট নই’। যদিও এটি ইংলিশে লিখেছেন তিনি। I Am Confident But Not Complacent

এর আগে তিনি তার এক বক্তব্যে বলেন, ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার আসার পরদিন থেকে বাংলাদেশে ত্রাসের সঞ্চার করা হয়। আওয়ামী লীগের প্রার্থীদের ওপর হামলা চালানো হয়। রোববার (৭ মে) বনানীর সেতু ভবনে আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন তিনি।

এ দিনে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি দেখতে পাওয়া যায় তার। সাদা পাঞ্জাবি, এর ওপরে কালো কটি এবং সাদা পায়জামা পরা। শিরোনাম দেন ‘আমি আত্মবিশ্বাসী কিন্তু আত্মতুষ্ট নই’। যদিও এটি ইংলিশে লিখেছেন তিনি। I Am Confident But Not Complacent

বিভিন্ন ভঙ্গিমার এই ছবি দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের আলোচনার শিকার হয় তিনি। তার ফেরিভাইড ফেসবুকে ছবির নিচে কমেন্টে বক্সে অন্তু করিম নামের একজন লিখেন, 'স্যার আপনার ছবি দেখে আমরা আরো আত্মবিশ্বাসী হয়ে উঠি'। 

সাদী মুহাম্মদ শাহরিয়ার লেখেন, 'আমার নেতা, আমার আইডল'। 

তার আরেক শুভাকাঙ্ক্ষী লিখেন, আমার হিট অফিসার। 

ফেসবুক ইমুজি ব্যাবহার করে একেক শুভাকাঙ্ক্ষী লিখেন, 'ধন্যবাদ আপনাকে, অনেক গুলা নতুন পোস শিখতে পেলাম '

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বরাবরই সক্রিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আমাদের কাগজ/এমটি