সারাদেশ ৮ মে, ২০২৩ ১২:৩৩

পাঁচ সিটিতে গ্রহণযোগ্য নির্বাচন চায় ইসি 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক:  নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র সুনিশ্চিত হয়’। তিনি বলেন,খুলনাসহ পাঁচ সিটি করপোরেশনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা হবে। সোমবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি সভার সূচনা বক্তব্যে এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, ভালোভাবে নির্বাচন পরিচালনার জন্য সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে। 

ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেন, বর্তমান নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সচেষ্ট। পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন আসন্ন। আমরা স্বচ্ছতার সঙ্গে এই নির্বাচনগুলো করতে চাই।

এ সময় সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

আমাদের কাগজ/এমটি