??????? ? ???? ????????? ৪ মে, ২০২৩ ০৩:১৬

নিরাশ ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা, পাওয়া যাচ্ছে না মিডিয়া ফাইলের তথ্য 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: নিমিষে দেখতে পাওয়া ফেসবুক ম্যাসেঞ্জারের মিডিয়া ফাইল অথবা তালিকা গায়েব। পাওয়া যাচ্ছে না খুঁজে। এমতাবস্থায় সোশ্যাল মিডিয়া ব্যাবহারকারীরা অনেকেই পরেছেন বেশ দুশ্চিন্তায়। জানা যায়, ফেসবুক ম্যাসেঞ্জারের কথোপকথনের থাকলেও হাওয়া হয়ে গিয়েছে মিডিয়া ফাইলে আদান-প্রদানকৃত  সমস্ত ছবি ও ভিডিও।    

এর আগে, গত কাল থেকে নানা ভাবে ফেসবুক ম্যাসেঞ্জারের নানা সমস্যায় ভুগতে হয়েছে। মেসেজ ডেলিবারি জনিত সমস্যাও ভুগতে দেখা গেছে অনেকেই। এদিকে আজ  (৪ মে )সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ম্যাসেঞ্জারের মিডিয়া ফাইলের তথ্য সামগ্রী। এতে অনেকেই নিরাশ হয়ে পড়েছেন।  

ইসলাম নামের এক ফেসবুক ব্যবহারকারী জানান, ব্যাংকের কাজের জন্য আমার বউয়ের ছবি আনিয়েছিলাম। সেগুলো এখন গায়েব। এখন আমার কাজটি আটকে আছে।  

আগে যেখানে এক ক্লিকে ফেসবুকের মিডিয়া ফাইলের সব তথ্য পাওয়া যেত এখন তা শূন্য। খালি পরে আছে ফেসবুক ম্যাসেঞ্জারের মিডিয়া ফাইল।  

আমাদের কাগজ/এমটি