জাতীয় ৮ এপ্রিল, ২০২৩ ০১:৩৯

তীব্র গরমের সাথে ভয়াবহ যানজট

আমাদের কাগজ রিপোর্ট: রমজানের অর্ধেক সময় চলে যাওয়ার পর এখন রাজধানীর বিপণিবিতানগুলোতে ক্রেতাদের ভিড় বেশ ভালোই শুরু হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সাপ্তাহিক সরকারি বন্ধ থাকায় অনেকে সকাল থেকেই পছন্দের কেনাকাটা করতে মার্কেটে ঢু মারছেন। অন্যদিকে ঢাকাসহ দেশের ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের কারণে গরমে অতিষ্ঠ সবাই। ঢাকায় এমন নানামুখী সমস্যায় থাকা নগরবাসীকে ভোগাচ্ছে সড়কের তীব্র যানজট।

শনিবার (৮ এপ্রিল) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার বেশিরভাগ সড়কে গাড়ির চাপ দেখা গেছে। দীর্ঘ সময়েও নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার গাড়ি পেতে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। 

বেলা ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকা থেকে গুলিস্তান পর্যন্ত সড়কের দুইপাশে গাড়ির ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। জিপিও মোড়ের চারিদিকে তীব্র যানজট লক্ষ্য করা গেছে। 

এদিকে সড়কে গাড়ির চাপ সামাল দিতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। ইফতারের আগে আরও বেশি যানজট বাড়ার আশঙ্কা করছেন ট্রাফিক বিভাগের লোকজন।

পল্টন মোড়ে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশের একজন সদস্য ঢাকা মেইলকে বলেন, ঈদের আগের যে জ্যাম তা শুরু হয়ে গেছে। রাস্তায় মানুষজন বাড়ছে। গাড়ির চাপও বাড়ছে। এরমধ্যে চেষ্টা করতেছি সড়কে যতটুকু শৃঙ্খলা রাখা যায়।

এদিকে পল্টন থেকে সদরঘাটের দিকের সড়কে ব্যাপক যানজটের কারণে ওইদিকে বাস পল্টন, জিপিও এলাকা থেকে ঘুরিয়ে দিতে দেখা গেছে।

ট্রাফিক বিভাগের কিছু অসাদু সদস্যকে ৫০ থেকে ১০০ টাকা দিয়ে নির্বিঘ্নে গন্তব্যের আগেই গাড়ি ঘুরিয়ে দিতে দেখা গেছে।

ভিক্টর পরিবহনের একজন কন্ড্রাক্টর বলেন, গাড়ি একদম শেষ মাথায় গেলে সারাদিন আর আব্দুল্লাহপুর যাওয়া যাবে না। এইজন্য কায়দা করে ঘুরিয়ে নিয়ে আসছি।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকাসহ দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। 

পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, সন্দ্বীপ, রাঙামাটি, ফেনী, বান্দরবান, খেপুপাড়া ও ভোলা অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

যে কারণে তীব্র গরমে নাজেহাল হয়ে পড়ছেন ঘরের বাইরে বের হওয়া মানুষ। এরমধ্যেই ফুটপাতে কেনাকাটা সারতে দেখা গেছে নিম্নআয়ের মানুষদের।

গরমের হাত থেকে বাঁচতে কেউ ছাতা মাথায় দিয়ে, কেউ আবার হাতে থাকা রুমাল দিয়ে মাথা ঢেকে চলছেন। শ্রমজীবী অনেক মানুষকে রোদ থেকে নিরাপদে থাকতে গাছ বা ভবনের ছায়ায় আশ্রয় নিতে দেখা গেছে।

 

 

 

আমাদের কাগজ/টিআর