সারাদেশ ৫ এপ্রিল, ২০২৩ ০৮:১২

সাংবাদিককে হেনস্থা, অফিস সহকারী গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক : রংপুরের গঙ্গাচড়ায় পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক লাবণী ইয়াসমিনকে বাধা ও হেনস্থার হুকুম দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় রংপুর কর অঞ্চলের প্রধান অফিস সহকারী মতিয়ার রহমান মিঠুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার, ৪ এপ্রিল দিবাগত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

মামলা সূত্রে জানা যায়, রংপুর কর অঞ্চলের প্রধান অফিস সহকারী (বাণিজ্যিক শাখা) মতিয়ার রহমান মিঠুলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য সোমবার, ৩ এপ্রিল পেশাগত দায়িত্বে মিঠুলের গ্রামে যান ডেইলি অবজারভারের রংপুর প্রতিনিধি লাবণী ইয়াসমিন। তথ্য সংগ্রহের একপর্যায়ে মিঠুলের বাড়ির প্রবেশ দ্বারে সাঁটানো কর অঞ্চলের নেমপ্লেটের ছবি তোলেন। এরই মধ্যে খবর চলে যায় অফিসে কর্মরত মিঠুলের কাছে।

সেখান থেকে তথ্য সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন কর অঞ্চলের প্রধান অফিস সহকারী মতিয়ার রহমান মিঠুলের হুকুমে ওই সাংবাদিককে রাস্তায় আটকে নানা অশালীন ভাষায় গালিগালাজ করেন। মিঠুলের বাড়ির ছবি মুছে তারপর সাংবাদিককে ছাড়া হবে বলে প্রায় ৬০-৭০ জন ঘিরে ফেলেন এবং জীবননাশের হুমকি দেন। প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গঙ্গাচড়া মডেল থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করেন।

সাংবাদিক লাবণী ইয়াসমিন পাঁচজনকে আসামি করে গঙ্গাচড়া মডেল থানায় মামলা দায়ের করেন। আসামিরা হলেন-  ইউপি সদস্য আলমগীর হোসেন (৪৫), মতিয়ার রহমান মিঠুল (৪৬), রিয়াজ হোসেন (২৮), ঝণ্টু চন্দ্র রায় (৫০) ও মো. জিয়া (২২)।

স্থানীয় সাংবাদিকদের আল্টিমেটামের প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাতে মৌভাষা হাজির বাজারের বাসা থেকে আসামি মতিয়ার রহমান মিঠুলকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে আসামি মতিয়ার রহমান ওরফে মিঠুলকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে গঙ্গাচড়া বিজ্ঞ আমলি আদালত তোলা হয়। সেখানে তার পক্ষের আইনজীবী জামিন আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন।

এছাড়া মামলার এক নম্বর আসামি আলমগীর হোসেন ছাড়া বাকি তিনজনও জামিন নিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে। 

আমাদেরকাগজ/ এইচকে