সারাদেশ ৪ এপ্রিল, ২০২৩ ০২:৩০

ঝালকাঠিতে প্রকাশ্যে শিক্ষিকাকে ছুরিকাঘাত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ঝালকাঠিতে এক স্কুলশিক্ষিকাকে স্কুলে যাওয়ার পথে বুকে-পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা ঘটনা ঘটেছে। এ সময় ভুক্তভোগী  রুনা খানম (৩৪) রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। মঙ্গলবার (৪ এপ্রিল) সদর থানার ইনচার্জ (ওসি) মে. নাসির উদ্দিন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, একই দিন সকাল ১০টায় ওই এলাকায় তার ওপর এ হামলা করা হয়।তিনি ঝালকাঠি শহরের শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে কর্মরত। তবে এই ঘটনায় ইতোমধ্যে ওই শিক্ষিকার সাবেক স্বামী মো. আতিকুর রহমানকে (৩৮) আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার কিছু আগে রুনা খানম রোনাল্ডস রোডের বাসা থেকে তার স্কুলে যাওয়ার পথে সাধনার মোড়ে শিক্ষিকার পথ রোধ করে পেটে ও বুকে ছুরিকাঘাত করেন আতিকুর। এ সময় রক্তাক্ত হয়ে রুনা মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। তবে শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ দিকে ঘটনার সময় ওই স্থানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এটিএসআই শাখাওয়াত স্থানীয়দের সহযোগিতায় হাতে রক্তমাখা ছুরিসহ আতিকুর রহমানকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

অভিযুক্ত আতিকের দাবী, রুনা খানম তার স্ত্রী ছিলেন। গত ২০২১ সালের ১৮ জুলাই তারিখ তাদের বিয়ে হয় এবং পারিবারিক কলহের কারণে পরের বছর ২০২২ সালের ১৫ জুন তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

ওসি মে. নাসির উদ্দিন সরকার বলেন, প্রকাশ্যে সড়কে দাঁড়িয়ে নারীকে কুপিয়েছেন আতিক। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। আতিকুর রহমান ঝালকাঠি রোনাল্ডস রোডে শিশুসর্গ নামের একটি আর্ট স্কুল পরিচালনা করেন। আর আহত শিক্ষিকা শহরের রোনাল্ডস রোডে ভাড়া বাসায় থাকেন, তার গ্রামের বাড়ি সদর উপজেলার মুরাসাতা গ্রামে। 

আমাদের কাগজ/এমটি