রাজনীতি ১ এপ্রিল, ২০২৩ ০৩:৪৭

ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা, বহিষ্কার ৩ নেতা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ মিরপুরে বিএনপির ইফতার মাহফিলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় ব্যাপক বিশৃঙ্খলাও সৃষ্টি হয় বলে জানা যায়। তবে এ ঘটনায় সাংবাদিকদের ওপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে দলটি।

শনিবার (১ এপ্রিল) যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

তারা হলেন পল্লবী থানার ৬নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, রুপনগর থানা শাখার যুগ্ম সম্পাদক মো. আসিফ এবং পল্লবী থানা যুবদলের সাবেক সহসভাপতি জুয়েল খান।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার ইফতারের আগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য চলাকালে যুবদলের নেতাকর্মীরা সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ওপর হামলা করেন।

আমাদের কাগজ/এমটি