আমাদের কাগজ ডেস্কঃ মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। তবে নিহত বেক্তি পেশায় একজন পল্লী চিকিৎসক বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার শেখপুর বাজার-সংলগ্ন মির্জারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মাদারীপুর সদর উপজেলার আদিত্যপুর গ্রামের আবদুর রব ফকিরের ছেলে কামরুজ্জামান ফকির (৩৫)। আহত ব্যক্তির নাম জাহিদ (২৮)।
ফায়ারসার্ভিস জানান, বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোরে কামরুজ্জামান তার ভায়রা জাহিদকে নিয়ে তাবলীগ জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী যাওয়ার উদ্দেশ্যে শিবচরের পাচ্চর বাসস্ট্যান্ডের দিকে রওনা হন। পাচ্চর থেকে বাসযোগে টঙ্গী যাওয়ার কথা ছিল তার। এ সময় তার মোটরসাইকেলটি শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়কে শিবচরের শেখপুর মির্জারচর নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে কামরুজ্জামানের মৃত্যু হয়। আহত জাহিদকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর ফায়ার সার্ভিসের লিডার তরুনুর রশিদ খান জানান, বৃহস্পতিবার ভোরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পরে ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন।
আমাদের কাগজ/এমটি