জাতীয় ২১ মার্চ, ২০২৩ ০৬:৫৮

বাংলাদেশ বিমানের শুভেচ্ছাদূত হলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুর্মিটোলায় বিমানের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার, ২১ মার্চ দুপুরে বলাকা ভবনে দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছে। এরপরই এই অলরাউন্ডারকে নিজেদের শুভেচ্ছাদূত ঘোষণা করে বিমান বাংলাদেশ। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের সঙ্গে ব্র্যান্ডিং ইস্যুতে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি জানিয়েছিল বিমান বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে। এর মাঝেই এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকায় পা রাখলেন সাকিব।  এর আগে প্রথম ওয়ানডে খেলার পরদিন ১৯ মার্চ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) সমাবর্তনে যোগ দিয়ে নিজের স্নাতক ডিগ্রি নেন সাকিব। পরের দিন আবার দলের সঙ্গে যোগ দিয়ে দ্বিতীয় ওয়ানডে খেলেন।

আগামী বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে। তার ফাকে ঢাকায় এসে বিমান বাংলাদেশের সঙ্গে ব্যক্তিগত চুক্তি সারেন টাইগার সেনাপতি।

আমাদেরকাগজ/ এইচকে