রাজনীতি ২০ মার্চ, ২০২৩ ০২:২৩

আ.লীগ নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ২০০১ সালের ১ জানুয়ারি নরসিংদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক-কে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল করেন তার সমর্থক ও নেতাকর্মীরা। এ সময় পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের ফাঁসির দাবিতে কুশপুতুলে আগুন দেন। 

সোমবার (২০ মার্চ) সকালে নরসিংদী সদরে বিক্ষোভ মিছিল করে তারা।

এ সময় ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিলটি আদালত প্রাঙ্গনের দিকে যেতে চাইলে সদর উপজেলা মোড়ে পৌঁছলে বাঁধা দেয় পুলিশ। পরে সেখানেই সাবেক মেয়রের কুশপুতুলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ১ জানুয়ারি নরসিংদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তৎকালীন পৌর চেয়ারম্যান প্রয়াত লোকমান হোসেন, তার ভাই সাবেক মেয়র ও বর্তমানে জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ ১০জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আমির হোসেন আমু।

এ মামলায় সঠিক বিচার না পাওয়ায় আদালতে নারাজি দায়ের করেন বাদী পক্ষ। এরপর থেকে পুনরায় বিচার কার্য চালুর নির্দেশ দেয় আদালাত। দীর্ঘদিন স্বাক্ষীদের আদালতে আসতে না দেওয়ায়, ক্ষুব্দ হয় কমিশনারের সমর্থকসহ জেলা আওয়ামী লীগের একাংশ। 

এরই প্রেক্ষিতে সোমবার (২০ মার্চ) স্বাক্ষ্য গ্রহণে কামরুজ্জামানের উপস্থিত হওয়ার খবরে বিক্ষোভ প্রদর্শন করে বাদী পক্ষের লোকজনসহ আওয়ামী লীগের একাংশ।

আমাদের কাগজ/এমটি