অর্থ ও বাণিজ্য ২০ মার্চ, ২০২৩ ০১:২১

কাঁচা মরিচের কেজি ৩৫ টাকা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো। কমেছে কাঁচা মরিচের দাম। ১০০ টাকার মরিচ বর্তমানে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতরা। সোমবার (১৯ মার্চ) সকালে দিনাজপুরের হিলির সবজি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। 

এ দিনে হিলি বাজারে দেখা যায়, আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়েছে আর সেই কারণে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। গত দুই সপ্তাহ আগে কাঁচা মরিচের দাম ছিলো ১০০ টাকা কেজি। দাম কমে তা এখন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩৫ টাকা দরে। আবার খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে।

হিলি বাজারে সবজি কিনতে আসা রহমত সাহেব বলেন,কিছুদিন আগেও কাঁচা মরিচ ১০০ টাকা কেজি দরে কিনেছিলাম। সামনে রমজান। নিত্যপণ্যের দাম এখনো স্বাভাবিক আছে। আজ দেখছি ৪০ টাকা মরিচের কেজি। দাম কম পাওয়ায় ১ কেজি কাঁচা মরিচ কিনলাম। 

খুচরা সবজি ব্যবসায়ী আকবর মিয়া বলেন, কাঁচা মরিচের দাম অনেক কমে গেছে। আমরা ৩৫ টাকা পাইকারি কিনে তা ৪০ টাকা কেজি দরে বিক্রি করছি।

তিনি জানান, দেশে কাঁচা মরিচের ফলন খুবি ভালো হয়েছে। আমরা বিরামপুর, পাঁচবিবি থেকে কাঁচা মরিচ পাইকারি ক্রয় করে আনছি। আমরা কাঁচা মরিচ খুচরা ব্যবসায়ীদের কাছে ৩৫ টাকা দরে বিক্রি করছি।

আমাদের কাগজ/এমটি