??????????? ১৬ মার্চ, ২০২৩ ০৯:৪৭

 ইসরায়েলি সেনার গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: দখলিকৃত পশ্চিম তীরের জেনিনে ফের ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত ৮ মার্চ পশ্চিম তীরের জেনিন শহরে ৬ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।

চলতি বছর ইসরায়েলি সেনাদের গুলিতে ৮৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গত বছর ১৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছিল ইসরায়েলি সেনারা।


আমাদেরকাগজ/এইচএম