খেলাধুলা ১৬ মার্চ, ২০২৩ ০৫:২২

পিএসএলে টানা তিন বার ফাইনালে মুলতান সুলতান্স

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের অষ্টম আসরে ফাইনালে উঠেছে মুলতান সুলতান্স। এবারের আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লাহোর কালান্দার্সকে উড়িয়ে দিয়ে ফাইনাল ম্যাচে পা দিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। আর এ নিয়ে টানা তিন বার  ফাইনালে উঠল মুলতানের ফ্রাঞ্চাইজিটি।

২০২১ আসরে প্রথমবার ফাইনালে উঠেই শিরোপা জিতেছিল মুলতান সুলতান্স। সেবার পেশোয়ার জালমিকে ৪৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তবে গত আসরে লাহোর কালান্দার্সের কাছে ৪২ রানে হারে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পাওয়া হয়নি দলটির। এবার লিগ পর্বের শেষ দিকে এসে রীতিমত ঝড় তুলে চ্যাম্পিয়ন হওয়ার পথেই হাঁটছে তারা।

বুধবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে মুলতান সুলতান্স। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে মুলতান। দলের পক্ষে ৩৪ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন কাইরন পোলার্ড। এছাড়া উসমান খান ২৯, রিজওয়ান ৩৩, রুশো ১৩ ও টিম ডেভিড ২২* রান করেন।

লাহোর কালান্দার্সের হয়ে বোলিংয়ে ৩৪ রানে ৩ উইকেট নেন পেসার হারিস রউফ। এছাড়া জামান খান ও রশিদ খান নেন একটি করে উইকেট। তবে এদিন বল হাতে ৪ ওভারে সবচেয়ে খরুচে বোলিং করে ৪৭ রানে উইকেটশূন্য থাকেন শাহিন শাহ আফ্রিদি।

মুলতানের বোলারদের তোপের মুখে পড়ে অল্পতেই গুঁটিয়ে যায় লাহোরের দল। তারা ১৪.৩ ওভারে মাত্র ৭৬ রানে অলআউট হয়ে গেলে ৮৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় মুলতান। লাহোর দলের পক্ষে কেউই বিশের অঙ্ক ছুঁতে পারেননি। সর্বোচ্চ ১৯ রান করেছেন ইংলিশ ব্যাটার স্যাম বিলিংস। এছাড়া ডেভিড উইজ ১২ ও হারিস রউফ ১৫ রান করেন।

মুলতান সুলতান্সের হয়ে বাঁহাতি পেসার শেলডন কটরেল একাই নেন ৩ উইকেট। দুই উইকেট পান স্পিনার উসামা মীর। এছাড়া আনোয়ার আলী, আব্বাস আফ্রিদি, ইহসানউল্লাহ ও পোলার্ড একটি করে উইকেট পান।

আজকের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমি। এই ম্যাচের জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে লড়াই করবে। এই ম্যাচের জয়ী দল ১৯ মার্চ শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে।

আমাদেরকাগজ/ এইচকে