অর্থ ও বাণিজ্য ৯ মার্চ, ২০২৩ ০৫:৪০

রমজান উপলক্ষে পাঁচ পণ্য বিক্রি শুরু টিসিবির

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে প্রতি মাসে এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে তেল, ডাল, চিনি সরবরাহ করা হচ্ছে। পবিত্র রমজান উপলক্ষে এর সঙ্গে ছোলা এবং ঢাকা সিটিতে খেজুর বিক্রি করা হচ্ছে। রমজান উপলক্ষ্যে এবার দুই কিস্তিতে এসব পণ্য এক কোটি কার্ডধারী পরিবারের মাঝে বিক্রি কার্যক্রম টিসিবি শুরু করেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) টিসিবি’র এই বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের তেজগাঁওয়ে এ অনুষ্ঠান হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, চলমান বিশ্ব পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষকে সহায়তা প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে এ সকল পণ্য বিক্রি করছে। দেশব্যাপী নিয়োজিত ডিলাররা কার্ডধারীদের মাঝে এ সকল পণ্য বিক্রি করছে। সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসন সার্বিকভাবে এ কাজে সহযোগিতা করছে। কার্ডধারী ভোক্তা সাধারণ নিজস্ব সুবিধা মতো নির্ধারিত ডিলারদের কাছ থেকে এ সকল পণ্য ক্রয় করবেন।

উল্লেখ্য, টিসিবির পাঁচ পণ্যের মধ্যে রয়েছে—চিনি প্রতিকেজি ৬০ টাকা দরে এক কেজি, মশুর ডাল প্রতিকেজি ৭০ টাকা দরে দুই কেজি, সয়াবিন তেল প্রতিলিটার ১১০ টাকা দরে দুই লিটার, ছোলা প্রতিকেজি ৫০ টাকা দরে এককেজি এবং শুধু ঢাকা সিটিতে খেজুর প্রতিকেজি ১০০ টাকা দরে এককেজি করে বিক্রয় করা হচ্ছে। পণ্যের দ্বিতীয় কিস্তি বিক্রি করা হবে আগামী মাসের প্রথমদিকে।

এ সময় টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মঞ্জুর এবং বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবি’র সিনিয়র কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


আমাদেরকাগজ/এইচএম