আবহাওয়া ৪ মার্চ, ২০২৩ ০৭:২০

তীব্র কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আভাস

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ চলতি মাসে আঘাত হানতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। এছাড়া কয়েকদিন হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি। এক মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

সম্প্রতি, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান জানান, মার্চে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার শঙ্কা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

পাশাপাশি মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে দু-তিনটি মৃদু (৩৬-৩৮° সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৪০° সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আর দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে। এদিকে মার্চে দেশের সব প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজমান থাকতে পারে। দৈনিক গড় বাষ্পীভবন থাকবে ২ দশমিক ৫০–৪ দশমিক ৫০ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৬-৮ ঘণ্টা থাকতে পারে।

অন্যদিকে ফেব্রুয়ারি মাসের আবহাওয়ার পর্যালোচনামূলক এক প্রতিবেদনে জানানো হয়েছে, গেল মাসে সার্বিকভাবে সারা দেশে স্বাভাবিকের অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে। এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস (যশোর, ২৩ ফেব্রুয়ারি) এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলসিয়াস (মোংলা ও কুমারখালী, ৪ ফেব্রুয়ারি) রেকর্ড করা হয়।

আমাদের কাগজ/এমটি