অন্যান্য ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০১:০৭

টিকটকে লাইভে স্ত্রীকে চড়, যুবকের এক বছরের কারাদণ্ড  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ টিকটক আমাদের অতিপরিচিত একটি প্ল্যাটফর্ম। যেখানে নিত্য নতুন ভিডিও প্রকাশ হয় আসছে। তবে সম্প্রতি, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টিকটকে লাইভ (সরাসরি) করছিলেন স্বামী-স্ত্রী। একপর্যায়ে স্ত্রী গালে চড় মেরে বসেন স্বামী। আর তাতেই পরে যান বিপাকে। পড়ে যান আইনি গ্যাঁড়াকলে।

জানা যায়, নারীর প্রতি সহিংসতার দায়ে ওই ব্যক্তিকে সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের একটি আদালত। একইসঙ্গে ওই স্বামীকে তিন বছর তার স্ত্রীর কাছ থেকে এক হাজার ফুট দূরে থাকার আদেশ দেন। এই সময়ের মধ্যে কোনো ধরনের অস্ত্রও ব্যবহার করতে পারবেন না তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি।

তথ্য অনুযায়ী, স্পেনের উত্তরাঞ্চলীয় শহর সোরিয়াতেরে ওই দম্পতি। 

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ জানুয়ারি সকালে টিকটকে লাইভে আসেন স্পেনের উত্তরাঞ্চলীয় শহর সোরিয়াতেরে ওই দম্পতি। তারা একটি লাইভ বা সরাসরি “ব্যাটেলে” অংশ নেন, যেখানে ভুক্তভোগী নারীর সঙ্গে তার স্বামী ছাড়াও আরও দুই পুরুষ ছিলেন। তারা মারামারি করবেন, আর তা সরাসরি টিকটকে দেখানো হবে; পরে দর্শকদের ভোটে একজন বিজয়ী নির্বাচিত হবেন, এমনটাই ছিল ব্যাটেলর নিয়ম। 

সরাসরি ভিডিওর একপর্যায়ে স্ত্রীর গালে কষিয়ে চড় মারতে দেখা যায় অভিযুক্ত ব্যক্তিকে। এতে কেঁদে ফেলেন ওই নারী। পরে এ ভিডিও ভাইরাল হয়। ছড়িয়ে পড়ে আলোচনা-সমালোচনা। এরপরই আইনি ঝামেলায় পড়তে হয় ওই ব্যক্তিকে।

যদিও ভুক্তভোগী নারী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আনতে নারাজ ছিলেন, কিন্তু দেশটিতে এ–বিষয়ক আইন বেশ কড়া। তাই বিচারের মুখোমুখি হতে হয় তাকে।

ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রকাশ্যে নারীর প্রতি সহিংস আচরণ করেছেন। 

রায় ঘোষণার সময় বিচারক বলেন, “লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনায় ভুক্তভোগী অভিযোগ জানালেন কি, এটা গুরুত্বপূর্ণ নয়। ঘটনা প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি পেতে হবে। তিনি (অভিযুক্ত ব্যক্তি) প্রকাশ্যে তার স্ত্রীকে মারধর করেছেন। তাই তাকে শাস্তি দেওয়া হয়েছে।”

আমাদের কাগজ/এমটি