বিনোদন ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:৩৬

নগদ অর্থ প্রদান করল ‘হিরো আলম ফাউন্ডেশন’

বিনোদন প্রতিবেদক: আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম অসহায় ও দুঃস্থদের সহায়তায় লক্ষ্যে নিজ নামে ফাউন্ডেশন চালু করেছেন । সম্প্রতি যাত্রা শুরু করা এই ফাউন্ডেশনের মাধ্যমে এরইমধ্যে সেবামূলক কার্যক্রমও শুরু করে দিয়েছেন তিনি। বুধবার, ২২ ফেব্রুয়ারি সকালে ফাউন্ডেশনের প্রথম সেবামূলক কাজের জন্য ঢাকা থেকে বিমানে চেপে সিলেট পৌছাঁন তিনি। এদিন দুপুরে সিলেটের বাদাগাট নিল গাওয়ের অসহায় বৃদ্ধের বাসতবাড়ি নির্মাণের জন্য তার হাতে তুলে দেন নগদ অর্থ।

বুধবার, ফেসবুক ভেরিফায়েড পেজে ছবি ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ সহায়তার বেশকিছু ছবিও শেয়ারা করেন।

হিরো আলম জানান, আজ সকালের দিকে ফাউন্ডেশনের সৌজন্যে সিলেট বাদাগাট নিল গাওয়ের কতুব উদ্দিনের পরিবারকে ঘর উঠানোর জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। তবে সহায়তা করলেও অর্থের পরিমাণ জানাননি ।

তিনি আরও বলেন,‘ আমরা টাকার অংকের পরিমাণ প্রকাশ করতে চাচ্ছি না। সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি। আমরা আগামীতে এভাবে আরও মানুষের পাশে দাঁড়াব।
 

আমাদেরকাগজ/ এইচকে