অন্যান্য ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০১:৩৯

কর্মীদের নির্ধারিত সময় শেষের সাথে সাথেই ছাড়তে হবে অফিস

আমাদের কাগজ রিপোর্ট: সারা বিশ্বে কর্মীদের স্বাস্থ্য ও সম্পর্কের ওপর দীর্ঘ কর্মঘণ্টার বিরূপ প্রভাবের বিষয়টি নানা গবেষণায় উঠে এসেছে। ২০২১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছিল, সপ্তাহে ৫৫ ঘণ্টা বা তার বেশি সময় কাজ করছে, এমন ব্যক্তিদের ৩৫% এর স্ট্রোকের ঝুঁকি বাড়ে। হৃদরোগের মৃত্যুর আশঙ্কাও ১৭% বেড়ে যায়।

তাই অফিসের কর্মীদের কাজ ও জীবনযাপনের ক্ষেত্রে স্বাস্থ্যকর ভারসাম্য নিশ্চিত করা প্রয়োজন। আর সেই বিষয়টি মাথায় রেখেই ভারতের ইন্দোরের একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অভিনব কর্মকৌশল গ্রহণ করেছে।

কর্মীদের যথাসময়ে অফিসত্যাগ নিশ্চিত করতে একটি সফটওয়্যার তৈরি করেছে সফটগ্রিড কম্পিউটারস নামের প্রতিষ্ঠানটি। এই সফটওয়্যারটি কর্মীদের অফিসের নির্ধারিত কর্মঘণ্টা কখন শেষ হচ্ছে এবং কখন অফিস ত্যাগ করতে হবে, তা জানিয়ে দেবে।

সফটগ্রিডের সফটওয়্যারটির বিশেষ বৈশিষ্ট্য হিসেবে যুক্ত আছে নোটিফিকেশন বা বার্তা দেওয়ার সুবিধা। কোনো কর্মীর কাজের সময় শেষ হলে তার কাছে বার্তা চলে যাবে। এরপর তাকে সতর্ক করে বলা হবে, ১০ মিনিটের মধ্যে পুরো সিস্টেম বন্ধ হয়ে যাবে। দ্রুত কর্মীকে বাড়ি যেতে নির্দেশ দেবে সফটওয়্যারটি।

সফটগ্রিড কম্পিউটারসের প্রধান নির্বাহী অজয় গোলানি বার্তা সংস্থা এএনআইকে বলেন, “আমাদের সফটওয়্যারটি চালু করার উদ্দেশ্য হচ্ছে কর্মীদের কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করা। এতে কর্মীরা তাদের পরিবার ও প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন।”

সফটগ্রিড কম্পিউটারসের কর্মী থানভি খান্দেলওয়াল সম্প্রতি তার কম্পিউটারে অফিসত্যাগের সতর্কবার্তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এরপর দ্রুত সেটি ছড়িয়ে পড়ে।

 

 

আমাদের কাগজ/টিআর