প্রবাসের কথা ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০৮:২৮

কনটেইনার থেকে উদ্ধারকৃত সেই কিশোর দেশে ফিরছেন 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ কনটেইনার থেকে উদ্ধার হওয়া কিশোর রাতুল ইসলাম ফাহিম (১৪) অবশেষে দেশে ফিরছে। এর আগে মালয়েশিয়ার কেলাং বন্দরে খালি কনটেইনার থেকে তাকে উদ্ধার করা হয়। অত'পর অভিবাসন বিভাগের সকল প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) তাকে দেশে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। 

রাতুল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের মো. ওমর ফারুক ও রোকেয়া বেগম দম্পতির ছেলে। পেশায় দিনমজুর ফারুকের তিন ছেলের মধ্যে ফাহিম সবার বড়।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় মালয়েশিয়ান এয়ারলাইনসের এমএইচ ১৯৬ ফ্লাইটযোগে কুয়ালালাম্পুরস্থ বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মকছেদ আলী কিশোর রাতুলকে নিয়ে বাংলাদেশে পৌঁছাবেন। পরে রাতুলকে তার পরিবারের হাতে তুলে দেবেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) এ.এস.এম জাহিদুর রহমান।

এদিকে, দেশটির সেইফ হোমে রাখা কিশোর রাতুলের সঙ্গে দেখা করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর। এ সময় রাতুলের হাতে খাবার তুলে দেন। 

প্রসঙ্গত, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি ইন্টিগ্রা জাহাজটি গত ১২ জানুয়ারি ১৩৩৭টি কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ১২ জানুয়ারি মালয়েশিয়ার পোর্ট ক্লাং বন্দরের উদ্দেশে রওনা হয়। এরপর সন্দেহজনক কন্টেইনার থেকে ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

গত বছরের শেষ দিকে ফাহিম বাড়ি থেকে ‘নিরুদ্দেশ’ হয়। এরপর কিভাবে সে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে করে মালয়েশিয়ার বন্দরে পৌঁছেছে সে বিষয়ে পরিবারের সদস্যরা পরিষ্কারভাবে কিছুই বলতে পারেননি।


আমাদের কাগজ/এমটি