উন্নয়ন সংবাদ ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:৫৬

মেট্রোরেলের ‘উত্তরা সেন্টার’ স্টেশন খুলছে আগামীকাল

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেলের ‘উত্তরা সেন্টার’ স্টেশন চালু হচ্ছে আগামী শনিবার, ১৮ ফেব্রুয়ারি থেকে। দেশের প্রথম আধুনিক নগর গণপরিবহন মেট্রোরেল চালু হয়েছে গত বছরের ২৮ ডিসেম্বর। ওই সময় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয়। 

আগামীকাল সকাল ৮টা থেকে যাত্রী চলাচলের জন্য উত্তরা সেন্টার স্টেশনের দরজা খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্পের কর্মকর্তারা। সেই হিসাবে এটি নিয়ে মেট্রোর চার স্টেশন থেকে যাত্রী পরিবহন করা যাবে। বাকি স্টেশনগুলো আগামী মাসের মধ্যে ধাপে ধাপে উন্মুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক জানিয়েছেন, প্রথমে মেট্রোরেলের দুটি স্টেশন খুলে দেওয়া হয়েছিল। ১ মার্চ ‘মিরপুর-১০ স্টেশন’ খুলে দেওয়া হবে। এটি হবে পঞ্চম স্টেশন।

উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-৬ প্রকল্পটি হাতে নেওয়া হয় ২০১২ সালে। এর প্রথমাংশের উদ্বোধন করা হয় ২০২২ সালে। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালু হওয়ার কলা ২০২৩ সালের শেষ দিকে আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ ২০২৫ সালে চালুর পরিকল্পনা রয়েছে।

আমাদেরকাগজ/ এইচকে