শিক্ষা ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০৪:০৮

শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্যাতন, রাবি শিক্ষকের অনশন

আমাদের কাগজ রিপোর্ট: সারা দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নিপীড়ন নির্যাতনের প্রতিবাদ জানিয়ে অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরের পশ্চিম পাশে তিনি অনশনে বসেন। বিকেল ৫টা পর্যন্ত তাঁর এই অনশন চলবে। এর আগে গত ২২ জুন একই দাবিতে প্রতীকী অনশন করেন এই শিক্ষক।

অনশনকারী শিক্ষকের নাম ফরিদ উদ্দিন খান। তিনি অর্থনীতি বিভাগের অধ্যাপক।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ শামসুজ্জোহা চত্বরের পশ্চিম পাশে প্যারিস রোডের শুরুতেই অনশন করছেন অধ্যাপক ফরিদ উদ্দিন খান। পাশে ইটের দেয়ালের গায়ে হেলান দিয়ে রাখা শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের ওপর নিপীড়ন নির্যাতনের প্রতিবাদে অনশন লেখা একটি প্লাকার্ড।

অনশনের বিষয়ে অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, সারা দেশে শিক্ষাঙ্গনে ছাত্রলীগের চরম নৈরাজ্য নিপীড়নের প্রতিবাদে এবং দোষীদের বিচারের মুখোমুখি করার দাবিতে অনশনে বসেছি। দেশজুড়ে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর একের পর এক যে নিপীড়ন আর নির্যাতন চালিয়ে যাচ্ছে, তা রীতিমতো মানবাধিকার লঙ্ঘন। এটি মেনে নেওয়া যায় না। একজন সাধারণ শিক্ষক হিসেবে আমি ব্যথিত, ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন। এই নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং নির্যাতিতদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব মনে করছি।

এই অধ্যাপক আরও বলেন, ছাত্রলীগ যখন যা ইচ্ছা তাই করছে, চাঁদাবাজি করছে, শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে নানাভাবে হেনস্তা করছে। দিনের পর দিন এটি ব্যাপকতা লাভ করছে। এটা বন্ধ হওয়া উচিত। একজন শিক্ষক, অভিভাবক সচেতন নাগরিক হিসেবে মনে করি, একটি দেশের উচ্চ বিদ্যাপীঠে ধরনের নৈরাজ্যকর ঘটনাগুলো জাতির জন্য খুব লজ্জার, দুঃখের। আমাদের এটা বন্ধ করা উচিত।

সরকার দায়িত্বশীলদের বিষয়ে আরও কঠোর হওয়া দরকার বলে মনে করেন অধ্যাপক ফরিদ উদ্দিন খান। তিনি বলেন, যারা অপরাধী তারা যতই শক্তিশালী হোক না কেন, রাষ্ট্র আইনের ঊর্ধ্বে তারা নয়। তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।

 

 

 

 

আমাদের কাগজ/টিআর