খেলাধুলা ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০৫:৪৯

ড্রেসিংরুমে ধূমপান করায় যে শাস্তি পেলেন সুজন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে ধূমপান করায় শাস্তি পেলেন খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ। ক্রিকেটের চেতনাবিরোধী কাজের জন্য ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। পাশাপাশি দেওয়া হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

ম্যাচ আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে শাস্তির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। তবে মাহমুদ অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

খুলনার কোচ সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন পরিচালক ও বাংলাদেশ দলের টিম ডিরেক্টর। তার বিরুদ্ধে বিসিবির আচরণবিধির লেভেল-১-এর ২.২০ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়। যেখানে বলা হয়েছে খেলার চেতনার পরিপন্থী কাজে জড়ানো।

সুজনের পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়েছে রংপুর রাইডার্সের শেখ মেহেদি হাসান, নিকোলাস পুরান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেনকে।

আমাদেরকাগজ/এইচএম