রাজনীতি ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:০১

আজ দেশের বড় দুই রাজনৈতিক দল মুখোমুখি, থাকছে উৎকণ্ঠা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ আজ বড় দুটি রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি সারা দেশের ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি পালন করবে। দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। এদিনে বিএনপিও থাকবে মাঠে চলবে পদযাত্রা। কর্মসূচি ঘিরে দু’দলই এদিন রাজপথে ব্যাপক শোডাউনের মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তির প্রমাণ দিতে চায়।

 তৃণমূলে দুটি বড় রাজনৈতিক দলের এই পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘাতের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও দুটি দলই বলছে, তারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে। 

বিএনপি ও সমমনা দলগুলো নিত্যপণ্যের দাম কমানো এবং ১০ দফার ভিত্তিতে চলমান গণআন্দোলনের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা করবে। অন্যদিকে বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে।

এর আগে গত ২৮, ৩০ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ঢাকায় পদযাত্রার কর্মসূচি পালন করে বিএনপি। ওই দিনগুলোয়ও কর্মসূচি নিয়ে মাঠে ছিল আওয়ামী লীগ। এরপর ৪ ফেব্রুয়ারি বিএনপি ঢাকাসহ দেশের ১০টি সাংগঠনিক বিভাগীয় শহরে সমাবেশ ডাকলে আওয়ামী লীগও পাল্টা শান্তি সমাবেশ করে। সর্বশেষ গত বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির পদযাত্রার দিন শান্তিসমাবেশ ঘোষণা করে আওয়ামী লীগ। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানিতে সমবেদনা জানিয়ে বুধবার গভীর রাতে পদযাত্রা স্থগিত করে বিএনপি। আর বৃহস্পতিবার সকালে একই কারণ দেখিয়ে শান্তি সমাবেশ স্থগিত করে আওয়ামী লীগ।রাজনৈতিক সংগঠন দেশবাসীকে শান্তি সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শান্তি সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। 

আমাদের কাগজ/এমটি