স্বাস্থ্য সেবা ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ০৫:১৪

কমেছে ডেঙ্গু আক্রান্ত রোগী

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও হাসপাতালে ভর্তি হয়েছেন তিনজন। আগের দিন ছয়জন আক্রান্ত হয়েছিলেন। শুক্রবার, ১০ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত তিনজনই ঢাকার। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩১ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫৮৭ জন। আর মারা গেছেন আটজন। গত বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মৃত্যু হয় ২৮১ জনের।

আমাদেরকাগজ/ এইচকে