খেলাধুলা ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৫০

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে রোনালদো, সই করা জার্সি নিলামে

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্কঃ তুরস্ক ও সিরিয়ার বেহাল দশা। তুরস্কে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এরই মধ্যে তুরস্ক ও সিরিয়া দুই দেশ মিলিয়ে নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। সংকটের এ মুহূর্তে যে যেভাবে পারছেন সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। সেই জায়গা থেকে বাদ পড়েনি ক্রীড়াঙ্গন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবার পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল। তার সই করা জার্সি নিলামে তোলার অনুমোদন দিয়েছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। 

 

 

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত তুরস্কে ১৭ হাজার ৬৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে সিরিয়ায় উদ্ধার হয়েছে ৩ হাজার ৩৭৭টি মরদেহ।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। কিন্তু ভূমিকম্পের পর প্রায় ১০০ ঘণ্টা পেরিয়ে যাওয়ায় কাউকে আর জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে এসেছে। অপরদিকে যাদের উদ্ধার করা হয়েছে তারাও নিদারুণ কষ্টে আছেন। অসংখ্য মানুষ তীব্র ঠাণ্ডার মধ্যে আশ্রয় ও খাবার ছাড়া থাকায় তাদের জীবনও সংকটাপন্ন হয়ে পড়েছে।

এমন অবস্থায় অসহায় তুরস্কের পাশে দাঁড়াচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। 

নিলাম থেকে প্রাপ্ত অর্থ তুরস্কের আর্ত মানুষের ত্রাণকার্যে লাগানো হবে। এমনটাই জানিয়েছেন তুরস্কের ফুটবলার মেরিহ ডেমিরাল।

রোনালদোর সঙ্গে জুভেন্টাসে একটা সময় খেলেছেন ডেমিরাল। তার সংগ্রহে থাকা জার্সি কাজে লাগানো যায় কি না, সেই অনুমতি নিতে ফোন দিয়েছিলেন।

টুইটারে ডেমিরাল লিখেছেন, ‘আমার সঙ্গে ক্রিশ্চিয়ানোর কথা হয়েছে। তুরস্কের দুরবস্থার কথা শুনে রোনালদো খুবই ভেঙে পড়েছে। আমার কাছে রোনালদোর সই করা একটা জার্সি রয়েছে। সেই জার্সি নিলামে বিক্রি করা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ভূমিকম্পপীড়িত অঞ্চলের আর্ত মানুষের ত্রাণকার্যে ব্যবহার করা হবে।’

শুধু রোনালদো নন, ডেমিরাল আরেকটি টুইটে জানিয়েছেন, তার সাবেক জুভেন্টাস সতীর্থ আর্জেন্টাইন পাওলো দিবালা এবং ইতালির লিওনার্দো বোনুচ্চির জার্সিও নিলামে তোলা হচ্ছে।

আমাদের কাগজ/এমটি